ক্রীড়া প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে অসাধারণ সাফল্য পেয়েছে পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ম্যান ইন গ্রিনরা। তবে দল এমন সাফল্য পেলেও ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়েছেন আব্দুল্লাহ শফিক। সফরকারীদের এই ওপেনার পুরো সিরিজে এক রানও করতে পারেননি, প্রতিবারই আউট হয়েছে ০ রানে, তাতে অনাকাঙ্ক্ষিত এক লজ্জার রেকর্ডে নাম ওঠেছে শফিকের।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাইম আইয়ুব। তবে তিনি শতকের দেখা পেলেও তার সঙ্গ শফিক আউট হয়েছিল ০ রানে। ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
প্রথম ম্যাচে ০ রানে আউট হওয়া শফিক রানের দেখা পাননি সিরিজের দ্বিতীয় ম্যাচেও। এ ম্যাচে তিনি সাজঘরে ফিরেন ২ বলে ০ রান করে। একই দশা সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচেও। গতকালও সেঞ্চুরি করেছেন সাইম, তবে এ দিন গোল্ডেন ডাক জুটে শফিকের নামের পাশে।
টানা তিন ম্যাচে লজ্জার রেকর্ডে নাম ওঠেছে শফিকের। ২৫ বছর বয়সী শফিকই এখন পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ইনিংস শূন্য রানে আউট হওয়া ব্যাটার। তবে ত্ন ম্যাচের সিরিজের প্রতি ম্যাচের ০ রানে আউট হওয়া দ্বিতীয় ব্যাটার এখন শফিক। এর আগে এমন রেকর্ড গড়েছিলেন ভারতের সূর্যকুমার যাদব।
এর আগে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে তিন ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন শোয়েব মোহাম্মদ, শাদাব কাবির, মোহাম্মদ ওয়াসিম, শোয়েব মালিক ও সালমান বাট।
ডাকের হ্যাটট্রিকের সঙ্গে লজ্জার রেকর্ড শফিকের
Leave a comment