শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়াসহ সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট ধাপে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ও উদ্বোধন করেন তিনি।
সোমবার (৩০) অক্টোবর সকালে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীর মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও. আব্দুল গফফার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, মডেল মসজিদে ঠিকাদার মোঃ শফিকুল ইসলাম মধু, চেয়ারম্যান শেখ দিদার হোসেন,গোপাল চন্দ্র দে,গাজী তৌহিদুল ইসলাম তৌহিদ,ও তুহিন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, আওয়ামী লীগ নেতা খান আবু বকর, কোরান তেলোয়াত হাফেজ মাও. আবুল হাসান ও হাফেজ তৌহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মানের ফলে অত্র উপজেলায় ইসলামিক সাংস্কৃকি চর্চা, প্রচার ও জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সুধীজনেরা।
ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন
Leave a comment