শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় কাঁচা সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে। শীত মৌসুমের নানান রকম সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করায় সরবরাহও বাড়ছে। এতে দাম হাতের নাগালে আসছে।
সোমবার (২৩ ডিসেম্বর) খুলনার ডুমুরিয়ার কায়েকটি বাজার ঘুরে দেখা যায়, কিছু কিছু সবজি ১৫ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হলেও অধিকাংশ সবজি এখন ২০ থেকে ৩০ টাকা বিক্রি করছেন। শীতের এই সময়ে সবজির দাম আরও কমার কথা থাকলেও নিম্নগতির বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজি।
বিক্রেতারা শেখ মোনতাজ বলছেন, আর কিছু দিনের মধ্যেই বাজারে শীতকালীন সবজি বেশি করে আসতে শুরু করবে। তখন সবজির দাম অনেক কমে আসবে।
ডুমুরিয়া,চুকনগর, আঠারো মাইল বাজারে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, টমেটো ৭৫ টাকা, কাঁচা মারিচ ৭০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ২০ করোলা ৪০ টাকা, শসা কেজি ৫০ টাকা, গাজর ৬০ টাকা, মুলা কেজি ১০ টাকা, পেঁয়াজের পাতা প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া বাজারে বরবটি প্রতি কেজি ৩০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৩০ টাকা, গোল বেগুন ৪০ টাকা, লম্বা বেগুন ৩৫ টাকা, মাঝারি সাইজের ফুলকপি প্রতি পিস ২০ টাকা, পেঁপে প্রতি কেজি ২৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩৫টাকা, সাধারণ শিম কেজি ২০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ২০ টাকা এবং শালগম ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা জলিল শেখ বলেন, যেভাবে কমার কথা ছিলো সেভাবে কমেছে। অন্য বছর সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজিতে চলে আসে, এবার এখনও আসছে ।তবে দাম আগের চেয়ে কম।
আসমা আক্তার নামের একজন গৃহিণী বলেন, কিছু সবজির দাম কমলেও অনেক সবজির দাম এখনও বেশি।১৫ থেকে ২০ টাকা কেজিতে সবজি কেনা গেলে বলা যেতো দাম কমেছে।
এদিকে চুকনগর বাজের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৭০ থেকে টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই বাজারে দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজিতে বিক্রি হতেও দেখা গেছে। এছাড়া চায়না আদা ১০০ টাকা, চায়না রসুন ২০০ থেকে ২১০ টাকা, নতুন আদা ১০০ থেকে ১১০ ও রসুন ২১০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে৷ গত কয়েক মাসের বাজারদর বিশ্লেষণে দেখা গেছে, পাইকারিতে আদার দাম কিছুটা কমেছে। রসুনের দাম প্রায় আগের মতোই রয়েছে।
এ ছাড়া গরু ৭০০ টাকা কেজি ও খাশি ৯৫০ থেকে ১০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারটিতে ফার্মের মুরগি ১৭০ টাকা, পাকিস্তানি ২৮০, দেশি ৪৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।