ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক বিদ্যালয় ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার “অধিকার এখানে, এখনই” প্রকল্পের আওতায় রবিবার দুপুরে উপজেলার শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুলছাত্র বাপ্পি শেখ। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক মতিয়ার রহমান মোড়ল। প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোহসেনা ফেরদৌসী। অনুষ্ঠানে যৌন ও স্বাস্থ্য প্রজনন বিষয় প্রশ্ন উত্তর পর্বে বক্তৃতা করেন ছাত্র নুরনাহার খাতুন, ইশরাত জাহান তন্মি, নাজমুস সাকিব, সাংবাদিক মাহবুবুর রহমান, জেলা ইয়ুথ মোবিলাইজার শিখা রানী, ফয়সাল আহমেদ। অনুষ্ঠান শুরুতে জেলা কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এরআগে ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।