
জন্মভূমি রিপোর্ট : খুলনার ডুমুরিয়া সদরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে কৌশিক বিশ্বাস নামে এক মৎস্য ডিপো মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ লংঘন করে চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে ডুমুরিয়া সদরের কাজী সামছুর রহমান মৎস্য আড়তের শ্রুতি ফিস ডিপো মালিক কৌশিক বিশ্বাস কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অপদ্রব্য পুশকৃত জব্দকৃত ১৫ কেজি চিংড়ি কেরোসিন মিশিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার অশিত কুমার সরকার,, টেকনিক্যাল অফিসার মো: আশিকুর রহমান, এস এম সাদ্দাম হোসেন, ক্ষেত্র সহকারী শেখ ইভান আহমেদ প্রমূখ।

