জি এম ফিরোজ, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার বরুণা বাজারে গত শনিবার বেলা ১১টায় প্রগতি সমাজ কল্যাণ সংস্থা’র পরিচালনা পরিষদে ডুমুরিয়া উপজেলার চিকিৎসক দীন মোহাম্মদ খোকা-কে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা বাজারে সমাজ কল্যাণ সংস্থা’র কার্যালয়ে সিনিয়র সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আগামী ৩ বছর মেয়াদী পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বরুণা তথা ডুমুরিয়া উপজেলার কৃতি সন্তান চিকিৎসক ডা. বি এম দীন মোহাম্মদ খোকা-কে সভাপতি, হাবিবুর রহমান মোল্লাকে সহ-সভাপতি ও মো. গোলজার আহমেদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়া এস.এম আব্দুস সবুর, ইব্রাহিম সরদার, মেহেদী মাসুদ, গাজী আদুস সালাম, হালিমা খাতুন ও চিত্রা রাণী সরকারকে কার্যকরি সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।