
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রামদার কোপে লুৎফযর রহমান শেখ (৬৫) সোহেল শেখ (৩৫) শাহিদা বেগম (৫০)নামে ৩ব্যক্তি গুরুত্ব আহত হয়েছেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা ৪৫মিনিটির সময় শোভনা বিলে তাদের নিজস্ব জমিতে ধানের চারা রোপন করিতেছিল। হঠাৎ করে তখন ১০/১২জন একদল লোক এসে লাঠি,রাম দা, হাতে করে নিয়ে ধান রোপন কারিদের কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করার সময় স্থানীয় এলাকাবাসী এসে ঠেকায় দিলে তারা জমিতে ধান না লাগানো জন্য হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এঘটনা ঘটেছে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের শোভনা গ্রামের বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই গ্রামে লুৎফর রহমান শেখের সাথে মোঃ দেলোয়ার বাওয়ালিরা দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে লুৎফর শেখ জমিতে ধান রোপন করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের দায়ের কোপে ৩জন গুরুতর আহত হন। আহতদের মাথা ফেটে যায় ওশরীলের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।
এব্যাপারে ডুমুরিয়া থানায় মোঃ ইকবাল শেখ বাদী হয়ে ১। মোঃ দেলোয়ার বাউয়ালি (৩৫), ২। ফুরকান বাউয়ালি (৩০), ৩। ইনার বাউয়ালি (২৮) সর্ব পিং- মতিয়ার বাউয়ালি, ৪। মতিয়ার বাউয়ালি (৬৫), ৫। সুরত আলী বাউয়ালি (৬৭) উভয় পিং- মৃত শহর আলী বাউয়ালি, ৬। মাহাবুর সরদার (৪৫), ৭। আছাবুর সরদার (৪৩) উভয় পিং- কালাম সরদার, ৮। রবিউল বাউয়ালি (৪২) ৯। ওহিদুল বাউয়ালি (৩৯) উভয় পিং- মৃত রহিম বাউয়ালি, সর্ব সাং- মলমলিয়া, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা। ৯জন কে বেবাদী কে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

