ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী মাগুরখালীর আমুড়বুনিয়া মাধ্যমিক বিদ্যাপীঠের অভিভাবক সদস্যদের ম্যানেজিং কমিটির নির্বাচন জমে উঠেছে। আগামী ৬নভেম্বর স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ মন্ডল জানান, স্কুল প্রতিষ্ঠা থেকে এই প্রথম ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মোট একশত তের জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় হাট বাজার ও চায়ের দোকানে আলোচনা সমালোচনায় ব্যাপক সরগরম হয়ে উঠেছে। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। তাদের নির্ঘুম রাত কাটছে। ভোটাররা ও যোগ্য প্রার্থী বাছাইয়ে চুল চেরা বিশ্লেষণ করছে। নির্বাচনে পৃথক দুটি প্যানেলে ৫টি পদের বিপরীতে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা প্যানেলে মনোনীত অভিভাবক সদস্য প্রার্থী হলেন অমর কৃষ্ণ মন্ডল ব্যালট নং-১, ননী গোপাল মন্ডল ব্যালট নং-৫, নারায়ন বৈদ্য ব্যালট নং-৬, বিবেকানন্দ মন্ডল ব্যালট নং-৭ ও সংরক্ষিত মহিলা সদস্য সুষুমা গোলদার ব্যালট নং-২। অপরদিকে সমাজসেবক সজল মন্ডল,অনুকুল মন্ডল ও সুজিত কুমার মন্ডলের নেতৃত্বে যৌথ প্যানেল সমর্থিত মনোনীত প্রার্থী হলেন আনন্দ সরকার ব্যালট নং-২, জয়দেব সরকার ব্যালট নং-৩, দীপংকর মন্ডল ব্যালট নং-৪, সুশান্ত মন্ডল ব্যালট নং-৮ ও সংরক্ষিত মহিলা সদস্য সমাপ্তি বাইন ব্যালট নং-১। নির্বাচনে বিজয়ের ব্যাপারে উভয় প্যানেল শতভাগ আশাবাদী। তবে স্থানীয় জনপ্রিয় চেয়ারম্যান প্যানেল সমর্থিতরা প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন বলে এলাকার সাধারণ ভোটাররা জানান। অপরদিকে প্রতিপক্ষ প্যানেলরাও সোচ্চার, তারা বিজয়ের জন্য দফায় দফায় সভা সমাবেশ করে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস।