ডুমুরিয়া প্রতিনিধি : সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে নারীদের পিছিয়ে রেখে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। এছাড়া তথ্যসেবা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে ও দেশের পিছিয়ে পড়াসহ সকল শ্রেণির নারীরা যেন বিনামূল্যে যেকোন সেবা পেতে পারে সেই লক্ষ্য নিয়েই সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে দেশের প্রতিটি উপজেলায় ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে চালু করেছে ‘তথ্য আপা’ কেন্দ্র। তারই ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়া উপজেলায় ডিজিটাল বাাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্মসূচীর বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার সাহস ইউনিয়নের কে.কে.কে.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বিশেষ উঠান বৈঠক।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম,প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, মোল্যা জাহিদুল ইসলাম, শামসুন্নাহার, রোমেনা খাতুন ও পপি আক্তার। সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।