
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়, দুঃস্থ এবং অসুস্থদের মাঝে আর্থিক সহায়তার পৌনে ১১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন, আ’লীগ নেতা আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, প্রভাষক গোবিন্দ ঘোষ, সমীর দে গোরা,অরিন্দম মল্লিক, শেখ হাবিবুর রহমান, খান আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন দুঃস্থ, অসহায় ব্যক্তির মধ্যে মোট পৌনে ১১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।