ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে বিষপান করার ১১দিন পর মৃত্যু হয়েছে কবিরুল মোড়ল (৩৫) নামের এক সন্তানের জনকের।সে উপজেলার খর্ণিয়া এলাকার মৃত লুৎফর মোড়লের ছেলে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন গত ২১ সেপ্টেম্বর সকালে কবিরুল ইসলাম সাংসারিক অভাব অনটনে স্ত্রীর সাথে বাক বিতণ্ডা ও ঝগড়া হয়। তারই জের ধরে ঘটনার দিন সকালে আত্মহত্যার চেষ্টায় সে বিষপান করে। এ সময় দ্রুত তাকে ডুমুরিয়া হাসপাতালে এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০দিন চিকিৎসাধীন শেষে বাড়িতে আসলে গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।