
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারিকে জেল ও জরিমানা আদায় করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার শাহাপুর এলাকার শফিকুল আকুঞ্জির ছেলে চিহ্নিত মাদক কারবারী ইলিয়াস আকুঞ্জি (৫৬) কে শাহাপুর এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে নির্বাহী অফিসার তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।