
ডুমুরিয়া প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা দেয়ায় স্বাগত জানিয়ে ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মিছিলটি ইউনিয়ন দলীয় কার্যালয় থেকে আলাদিপুর বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। আওয়ামী লীগ নেতা সুকৃতি মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরোজ কুমার রায়, দিপংকর রায়, সুব্রত গোলদার, উদয় মল্লিক, মনোজ সরকার, গোপাল হালদার, দেবপ্রসাদ মন্ডল, গৌতম রায়, বিদ্যুৎ মল্লিক প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সকল নেতা-কর্মীদের মিষ্টি মুখ করানো হয়।

