
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় শোভনা ইউনিয়নে মলমলিয়া ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক মনিরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে শিক্ষার্থীর সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে অপ-প্রচারের প্রতিবাদে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ, টাকা পয়সা লেনদেন ও ফাঁদে ফেলে চাঁদার দাবিতে আনিত অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে কোচিং সেন্টার চত্বরে আয়োজিত সমাবেশে শত-শত নারী-পুরুষ প্রতিবাদ জানাতে সমাবেত হয়। বিক্ষোভ শেষে সমাজ সেবক আকলিমা বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক জেসমিন নাহার, রফিকুল বাওয়ালী, মোসলেম সানা, তোরাব আলী গাজী, বিউটি বেগম, রেশমা বেগম, নিপা খাতুন, ছাত্র তরিকুল ইসলাম, আব্দূল্লাহ গাজীসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, জমি জমা ও টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে এবং ফাঁদে ফেলে চাঁদার দাবিতে প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে। তারা আরও বলেন, মনিরুল ইসলাম শুধু শিক্ষক নন তিনি অভিভাবকও বটে। এ অজপাড়াগায়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আশু ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।