ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার মাগুরখালিতে সুপেয় পানি পরিশোধন ও সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত রোববার সকালে ইউনিয়নের চন্ডিপুর গোবিন্দ মন্দিরের সামনে নির্মিত এ প্রকল্পের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। দীর্ঘদিন চন্ডিপুর, কাঞ্চননগর,বাগারদাইড় গ্রামের ৫ শতাধিক পরিবার সুপেয় পানি সংকটে ভুগছিলেন। এক কলসি পানি সংগ্রহ করতে তাদের মাইলের পর মাইল পথ হেঁটে যেতে হত। এলাকার মানুষের দুঃখ দূর্দশার কথা ভেবে এমপি মহোদয়ের প্রচেষ্টায় এসডব্লুটিটি প্রকল্পের সহায়তায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে এ পানি পরিশোধন ট্রাংক স্থাপন করা হয়েছে। যার সুফল পাবে তিন গ্রামের পাঁচ শতাধিক পরিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সুকৃতি কুমার মন্ডল, ইউপি সদস্য স্বরসতি মন্ডল, প্রমিলা মন্ডল, লাভলী বিশ্বাস, ভবেন্দ্র নাথ বালা, সঞ্জয় সানা, গোপাল চন্দ্র হালদার, মনোজ সরকার, সুব্রত গোলদার, উদয় সরকার, ইউনুস আলী সরদার, তুষার কান্তি ঢালী, রামানন্দ মন্ডল, অঞ্জন কুমার মন্ডল, সুশান্ত বিশ্বাস প্রমুখ।