ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় তবিবুর রহমান জোয়ার্দার নামের এক মৎস্য চাষী জাতীয় মৎস্য সপ্তাহ’ ২০২৪ এ জাতীয় স্বর্ণ পদক পেয়েছেন।স্বাদু পানিতে বাগদা চাষে ব্যাপক সফলতা অর্জন করায় তিনি এ পুরস্কারে ভূষিত হন। গত ৩১ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। তার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপজেলা মৎস্য অফিস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ প্রসঙ্গে কথা হয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকের সাথে। তিনি বলেন, সমগ্র দেশের মধ্যে মাছ চাষে ডুমুরিয়া ব্যাপক সফলতা অর্জন করে আসছে। ডুমুরিয়ায় ২২ হাজার হেক্টর জমিতে প্রায় ৩২ হাজার মৎস্য চাষী সফলতার সাথে গলদা, বাগদা , রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। এ অঞ্চলের উৎপাদিত মাছ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। যা দেশ ও দেশের বাইরে মৎস্য সেক্টরে ব্যাপক ভূমিকা রেখে আসছে। উপজেলার হাসানপুর এলাকার তবিবুর রহমান তবি স্বাদু পানিতে বাগদা চিংড়ি চাষে ব্যাপক সফলতার পাশাপাশি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার উপহার স্বরূপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণ পদক প্রাপ্ত হয়ে ডুমুরিয়ার মুখ উজ্জ্বল করেছেন।