ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে । গতকাল সোমবার বেলা ১১টায় কৃষ্ণনগরে অবস্থিত ঐ বিদ্যালয় সড়কে এলাকাবাসী মানববন্ধন করেন। কৃষ্ণনগর গ্রামের স্বপন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মনোজীৎ বালা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায়, ইউপি সদস্য অমিতেশ বালা, উত্তম কুমার মন্ডল, আনন্দ মোহন বিশ্বাস, মানিক লাল মোহন্ত প্রমূখ।
মানববন্ধনের অন্যতম আয়োজক হরবিলাস রায় বলেন; বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন চেয়ার দখল করে আছেন। সম্প্রতি কমিটি গঠনে অবহেলা, কর্মচারী নিয়োগে অনিয়মসহ পড়ালেখার মান তলানিতে পড়েছে।
ইউপি চেয়ারম্যান মনোজীৎ বালা বলেন; ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের কথা শুনেছি। মানববন্ধন হয়েছে। আমাকে লোকজন ডেকে নিয়ে গিয়েছিল। আমি যেতে ইচ্ছুক ছিলাম না। বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত অফিস সহায়ক গৌরাঙ্গ কবিরাজ বলেন; আমি নিজের যোগ্যতা দিয়ে নিয়োগ পরীক্ষায় প্রথম হয়ে কোন ডোনেশন ছাড়াই নিয়োগ পেয়েছি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিচরণ হালদার জানান; সবই ষড়যন্ত্র এবং ভিত্তিহীন। নিয়মিত কমিটির মেয়াদ ১২/৭/২০২২ তারিখে শেষ হয়েছে। রমজানে ছুটি থাকায় কমিটি গঠন প্রক্রিয়া করতে পারিনি। তবে এডহক কমিটি গঠন প্রক্রিয়া চলমান রয়েছে।
সাবেক সভাপতি মধুসূদন বিশ্বাস বলেন; সব ষড়যন্ত্রের পিছনে দলাদলি এবং প্রতিহিংসা। অমিতেশ বালা আমার ইউপি মেম্বার পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী এবং হরবিলাশ রায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে হেরে গিয়ে পিছনে লেগেই আছেন।
ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ বলেন; কোন লিখিত অভিযোগ দেয় নি। মানববন্ধনের কথা শুনেছি। বিষয়টা দেখছি।