
বিজ্ঞপ্তি : মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের এক সভা বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সিটি মেয়র নগরীতে পরিচ্ছন্ন অভিযান জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডেঙ্গু বিরোধী ক্যাম্পেইন পরিচালনা, নির্দিষ্ট স্থান থেকে বাড়ির ময়লা আবর্জনা অপসারণ ও ড্রেনের পেড়িমাটি উত্তোলনের জন্য নির্দেশ দেন।
সিটি মেয়র আরো বলেন, মহানগরী এলাকায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যমান পরিস্থিতি উত্তরণে তিনি কেসিসি’র পাশাপাশি নিজ উদ্যোগে বাড়ির আঙ্গিনা পরিস্কার করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, সহকারী কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানি, মোল্লা মারুফ রশিদ, মোঃ জিয়াউর রহমানসহ ওয়ার্ড পর্যায়ের কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।