জন্মভূমি ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি নয় ভারতের। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের চিঠি পাওয়ার কথা গত সপ্তাহে বাংলাদেশকে জানানো হয়েছে। এর বাইরে আর কিছু বলার নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ে তুরষ্কের একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সামরিক ট্যাংক কেনার বিষয়েও প্রশ্ন উঠলে এই মুখপাত্র জানান, প্রতিবেশী দেশের সব পদক্ষেপ তথা তৎপরতার ওপর নজর রাখে ভারত। নয়া দিল্লী শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ দেখতে চায়।
তিনি বলেন, আমরা আশা করি যে যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন, তারা সবাই ন্যায়বিচার পাবেন। আমাদের আবেদন এটুকুই।
জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্রসচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়।’ ব্রিফিংয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর চিন্ময় দাসের জামিন না পাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি। বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচারকার্য যেন সুষ্ঠু হয়, সেই আহ্বান জানাচ্ছি।’
ঢাকার উপর নজর রাখছে দিল্লি!

Leave a comment