
জন্মভূমি রিপোর্ট : জলবায়ুর প্রভাবে নগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবার সমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প’র অধীনে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় তরঙ্গ শ্রমজীবি সমবায় সমিতি এর সদস্যদের দিনব্যাপী একাউন্টিং ট্রেনিং অনফাইন্যান্সিয়াল ট্রানজেকশন এন্ড বুক কিপিং বয়রাস্থ আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ইউরোপীয়ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বি এম জেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জিআই জেড) –এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন সিটি কর্পোরেশনের রায়ের মহল ১৪নং ওয়ার্ড এলাকায় ৫৯টি পরিবারে প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে।
প্রতিটি পরিবারকে ২টি করে মা ছাগল ও ছাগল পালনের জন্য মাচাসহ ছাগলের ঘর প্রদান করে। জেলা সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়ে তরঙ্গ শ্রমজীবী সমবায় সমিতি নামে একটি সমবায় সমিতি পরিচালনা শুরু করে।
সমিতিটি সঠিক নিয়মে পরিচালনা এবং সমিতিটিতে টেকসই করণের জন্য ওয়েভ ফাউন্ডেশন এই প্রশিক্ষণের উদ্যোগ প্রহন করে। তরঙ্গ শ্রমজীবী সমবায় সমিতি এ হিসাব সঠিক নিয়মে সংরক্ষণের জন্য সমিতির সদস্যদের নিয়ে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ভাউচার তৈরী, ক্যাশ বুক ও লেজার প্রস্তুত, আয়-ব্যয় প্রতিবেদন ও উদ্বৃত্তপত্র প্রস্তত করা শেখানো হয়।
প্রশিক্ষক ছিলেন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদা পারভিন, আনিসুর রহমান, মোঃ কামরুজ্জামান ও নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জিআই জেড এর উপদেষ্ঠা আতিয়ার রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ম্যানেজার সোহেলী সুলতান ও ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল কুমার সানা।