জন্মভূমি ডেস্ক : খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, তরুণ ও আগামী প্রজন্মের জন্য স্মাট খুলনা গড়ে তোলা হবে। সেজন্যে দরকার নগরবাসির স্বত্ব:স্ফুর্ত সমর্থন। অতীতে সমর্থন পেয়েছি আজও একই ভাবে সমর্থন চাই। তিনি বলেন, আগামীর পরিকল্পিত পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব খুলনা গড়তে হবে। যত বাধাই আসুক না কেন; এই নগরীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে। তিনি নগরবাসির উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছেন। খুলনাসহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি আন্তরিক। উন্নয়ন সহ যেকোন সমস্যা সমাধানে তিনি আমাদের সরাসরি সহযোগিতা করবেন। সেজন্যে আসুন আগামী ১২ জুনের নির্বাচনে সন্তোষজনক ভোট প্রদান করে নৌকাকে বিজয়ী করে আগামী জন্মের জন্য একটি পরিবেশ বান্ধব বাসযোগ্য নগরী গড়ে তুলি।
গতকাল সোমবার দিনব্যাপী ৩১নং ওয়ার্ডের ক্ষেত্রখালি, মতিয়াখালি, শিপইয়ার্ড, লবনচরা, ওহাব জুট মিল, সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরি, বান্ধাবাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় এবং আল আমিন জামে মসজিদ ও এতিমখানা এবং কেসিসি সন্ধ্যা বাজারে ব্যবসায়ী ও প্রকৌশলীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, মো. ফারুক হোসেন, মো. শামীমুর রহমান শামীম, এরশাদ আলী আজাদ, আমিনুল ইসলাম, ইউসুফ আলী মল্লিক, আনিস শেখ, আল আমিন মৃধা, খান কবীর, এনামুল কবীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তরুণ ও আগামী প্রজন্মের জন্য স্মাট খুলনা গড়ে তোলা হবে: খালেক
Leave a comment