
তালা প্রতিনিধি : তালা উপজেলা ছাত্রলীগ নেতা মিলন রায়কে শোকজ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়ের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেই বিষয়ে নির্দেশ প্রদান করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে। এছাড়াও আগামী ০৭ দিনের মধ্যে যুক্তিসংগত লিখিত জবাব কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেছেন।