তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলা সদরের বাজারে শুক্রবার রাতে একাধিক চুরি সংঘটিত হয়। ভুক্তভোগিরা জানায়, শুক্রবার গভীর রাতে চোর চক্র আব্দুল হামিদের মুদির দোকানে ঘরের চালের নাট কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। কেএম শাহিনুর রহমানের কম্পিউটার দোকানের দরজা ভেঙ্গে ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। আব্দুল হামিদের লন্ডির দোকানে প্রবেশ করে পিছনে দরজা ভেঙ্গে। ফেন্সিটেলিকম লিটনের দোকানে পিছন দিয়ে প্রবেশ করে মালামাল তছনছ করে ভেঙ্গে যায়। এ সময় প্রিন্টার ও স্কানার ভেঙ্গে রেখে যায়। পরে তারা বিকাল অফিসে হানা দিয়ে চুরি করে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ মো. শাহিনুর রহমান শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালা বাজারে একাধিক দোকানে চুরি

Leave a comment