তালা প্রতিনিধি : তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে ৩ জন এবং মহিলা ডিগ্রী কলেজ থেকে দুই শিক্ষার্থী চলতি বছর এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছে।
জানা গেছে, তালার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে চলতি বছর এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছে তিন শিক্ষার্থী। এদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে রাহুল হালদার, খুলনা মেডিকেল কলেজে সামিহা সানজিদা প্রিয়ন্তী এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজে আশিকুজ্জামান আকাশ ভর্তির সুযোগ পেয়েছে। রাহুল হালদার তালা সদরের শিক্ষক কৃষ্ণ হালদার ও তিথী চক্রবর্তীর পুত্র, প্রিয়ন্তী শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুর রহমানের কন্যা এবং আশিকুজ্জামান আকাশের বাড়ি কলারোয় উপজেলায়।
শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, ‘ গতবছরের মতো এ বছরও অত্র কলেজ থেকে তিন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছেন। তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক।’
অপরদিকে তালা মহিলা ডিগ্রী কলেজের দুইজন ছাত্রী মেডিকেলে চান্স পেয়েছে। তাদের মধ্যে খুলনা মেডিকেল কলেজে সিনথিয়া শাম্মী ছিয়া এবং ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সারিয়া খাতুনের। এরমধ্যে সিনথিয়া শাম্মী ছিয়া পাইকগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজাহিদ হাজরার কন্যা এবং সারিয়া খাতুন তালা উপজেলার শিরাশুনী গ্রামের মোঃ আবুল কাশেমের কন্যা। তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তালা শহীদ মুক্তিযোদ্ধা ও মহিলা কলেজের ৫ শিক্ষার্থীর মেডিকেলে চান্স
Leave a comment