তালা প্রতিনিধি : ‘জ্বালাও-পোড়াও, সন্ত্রাস-নৈরাজের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে গড়ে তোলো একতা। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও।’ এমনই স্লোগানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে তালার খলিশখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শুক্তিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের মহিলা নেতৃবৃন্দের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিকারে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গণেশ বর্মন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, মহিলা সম্পাদক শিমুন শামস, শিক্ষা সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য নাজমুন আসিফ মুন্নি প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক রবীন্দ্র মন্ডল, যুবলীগ আহবায়ক খলিলুর রহমান প্রমুখ। উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। আমাদের আগামী প্রজন্মের কল্যাণে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রেখে যাওয়ার জন্য অগ্রগতির এই ধারা অব্যাহত রাখার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশ যেন আর পিছিয়ে না যায় সেজন্য দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশের এগিয়ে চলার বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের সব বাড়িতে এখন বিদ্যুৎ আছে। ২০০৯ সালে যেখানে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, মাত্র ৯ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পেতো। আর গত ১৪ বছরে এখন প্রায় ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বক্তারা বলেন, বাংলাদেশ সবসময় খাদ্য ঘাটতির দেশ ছিল। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিজমি কমে গেছে কিন্তু তারপরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আর এসব অর্জন এমনিতেই হয়নি। শেখ হাসিনার লক্ষ্যভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের ফলে সম্ভব হয়েছে। কৃষি ক্ষেত্রে গবেষণা, কৃষিতে ভর্তুকি প্রদানসহ সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে।
বক্তারা আরও বলেন, আমাদের মাথাপিছু আয় ৫ গুণ বেড়েছে। ২০০৯-১০ বছরে আমাদের রপ্তানি আয় ছিল ১০ বিলিয়ন ডলার এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৬০ বিলিয়ন ডলার।
বক্তারা বলেন, ‘এই দেশ বঙ্গবন্ধুর দেশ। এই দেশের নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, শেখ হাসিনা কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না। আওয়ামী লীগ রাজপথের দল, আওয়ামী লীগ লড়াই সংগ্রামের দল। আমরা ২১ বছর বুকে পাথর বেঁধে রেখেছিলাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ দেশের মানুষের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন। সুতরাং আওয়ামী লীগ কোনো কিছুকে পরোয়া করে না। সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আবার বিজয়ের মাধ্যমে আমরা সরকার গঠন করবে।’ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তালায় আ’ লীগের নারী নেতৃবৃন্দের উঠান বৈঠক
Leave a comment