
তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে র্যালি, দোয়ানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের নেতা অধ্যাপক সন্তোষ বিশ্বাস, খোরশেদ আলম, রবিউল ইসলাম মুক্তি, আবুল কালাম আজাদ, সরদার ইমান আলী, প্রভাষক রাজীব হোসেন রাজু, সৈয়দ জুনায়েদ আকবার, কাজী মারুফ, পিএম গোলাম মোস্তফা, মোড়ল আব্দুর রশীদ, এম ময়নুল ইসলাম, মীর জাকির হোসেন, মীর মহাসীন, মো. ইকবাল হোসেন, শাহাবুদ্দিন বিশ্বাস, আতিয়ার রহমান, রফিকুল ইসলাম, জেবুন্নেছা খানম,উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি মিলন রায়, সাধারণ সম্পাদক ফারদীন এহসান দীপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী প্রমুখ।