তালা প্রতিনিধি : তালার চল্লিশার বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৫টি ঘোড়া অংশগ্রহণ করেন। রবিবার বিকালে ঢ্যামসাখোলা-চল্লিশারবিল গ্রামবাসীর আয়োজনে চল্লিশার বিলে ঘোড় দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন তালা উপজেলা জাতীয় পার্টি সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। ইউপি সদস্য মো. আলামিন শেখের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এসএম আকরামুল ইসলাম, রবিউল ইসলাম সরদার, শহিদুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১৫টি ঘোড়ার মধ্য প্রথম স্থান অর্জন করেন খুলনা টাইগার ঘোড়া, দি¦তীয় স্থান অর্জন করেন অভয়নগরের পাখি ঘোড়া, তৃতীয় স্থান অর্জন করেন নড়াইলের ঘোড়া। ঘোড়দৌড় শেষে প্রথম পুরস্কার ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার ফ্যান বিজয়ী ঘোড়া মালিকদের হাতে তুলে দেন সভাপতি ও অতিথিরা। শত শত নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে দৌড় উপভোগ করেন।