তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরা ইউনিয়নে জগদানন্দকাটি গ্রামে প্রায় একশ’ বছরের পারিবারিক কবরস্থানসহ বসতবাড়ি জবর দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে জগনন্দকাটি গ্রামের বিরেন্দ্র ওরফে (বেলায়েত) মল্লিকের পুত্র রমজান মল্লিক বাপ দাদার পৈত্রিক কবরস্থান বজায় রাখার জন্য বাদী হয়ে ২১নভেম্বর ২০২২ তারিখে সাতক্ষীরা বিজ্ঞ আমলি আদালত-৬ (পাটকেলঘাটা) সিআর মামলা নং ৩১৪/২২ এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২৪৬৯/২৩ নং মামলা একই এলাকার মৃত হরিশ মল্লিকের পুত্র আব্দুল মজিদ মল্লিক, মৃত কছিম উদ্দিন গাজী এর পুত্র আব্দুল মাজেদ ডাক্তার, মৃত শামছের ঢালীর পুত্র তালের ঢালিদের নামে মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, জগদানন্দকাটি মৌজার সিএস ৫৯ নং খতিয়ানে ৩২২ দাগে রাস্তা ও কবরস্থান ১একশত জমির মালিক মৃত বাদল বাজাদার এর ৩পুত্র মাদার, কৈলাশ, হরিশ বাজাদার দের নামে রেকর্ড হয়, এসএ রেকর্ড এর আগে কৈলাশ বাজাদার মারা যান, পরবর্তীতে ঐ মৌজায় এস,এ ৬০নং খতিয়ানভুক্ত ৩২২দাগে কবরস্থান ১শতক, ৩২৯দাগে বাড়ি ১৩ শতক, ৩৩০দাগে বাড়ি ২৪ শতক মোট ৩৮শতক জমি মাদার, হরিশ বাজাদার মৃত কৈলাশের পুত্র বীরেন্দ্র এদের নামে রেকর্ড হয়, তথ্য অনুসন্ধানে জানা যায়, সিএস ৫৯ ও এসএ ৬০নং খতিয়ানভুক্ত খতিয়ানে মাদার, হরির, কৈলাশ ও কৈলাশের পুত্র বিরেন্দ্রদের নামে জমা জমি রেকর্ড থাকলেও কৌশলে কৈলাশ এর নাম বাদ দিয়ে মাদার ও হরিস ভুয়া একটি এসএ ৩৪ নং খতিয়ানে ৩২৩নং দাগে ৯শতক জমি সরকারি খাস সম্পত্তি রেকর্ড করে, গত ইং ৩১-১২-১৯৮৯ তারিখে মির্জাপুর গ্রামের প্রভাবশালী মৃত কছিম উদ্দিন গাজীর পুত্র মাজেদ ডাক্তারের নামে একটি ভূয়া দলিল করে দেয়, দলিল করার পর থেকে মাজেদ ডাক্তার রমজান মল্লিকের ১০০বছরের পারিবারিক কবরস্থানসহ বসতবাড়ি জবর দখল করার জন্য পায়তারা করে যাচ্ছে, তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা ২৪৬৯/২৩ নং মামলাটি বিজ্ঞ আদালতের বিচারক পর্যবেক্ষণ করে ২৭-৩-২০২৪ তারিখে আদালতের ২১৩৩নং স্মারকে আদেশ দেন যে, রমজান মল্লিক উক্ত নালিশি সম্পত্তিতে কবরস্থান ও ঘরবাড়ি ভোগ দখলে থাকিবে আর দ্বিতীয় পক্ষ মাজেদ ডাক্তারগণ উক্ত নালিশি সম্পত্তিতে কোন প্রকার কার্যক্রম করিবে না, আদালতের আদেশ থাকার সত্বেও মাজেদ ডাক্তার আদালতের আদেশ অমান্য করে পারিবারিক কবরস্থান ও বসতবাড়িসহ সরকারি খাস সম্পত্তি যবর দখল করার জন্য পায়তারা করে যাচ্ছে। এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
তালায় কবরস্থানসহ বসতবাড়ি জবর দখলের পায়তারার অভিযোগ
Leave a comment