
তালা প্রতিনিধি : তালায় কৃষক আরিজুল হত্যা মামলার অন্যতম আসামি আকরাম মোড়ল (৫০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙার গ্রামের মৃত মোমিন মোড়লের ছেলে। গত সোমবার কাশিয়াডাঙার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০২১ সালে ১০ জানুয়ারি কাশিয়াডাঙ্গা গ্রামে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে আরিজুল মোড়ল (৫২) প্রতিবেশিদের হাতে খুন হন। ঘটনার পরের দিন ১১ জানুয়ারি ৭জনকে আসামিসহ কয়েকজনকে অজ্ঞাত নামা আসামী করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা রজু হয় (যার মামলা নং: ১)। ওইদিন একই এলাকার ইব্রাহিম মোড়লের ছেলে ময়জউদ্দীন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপরে স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন করে। ঐ সময় বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে তৎকালীন পুলিশ সুপার মোহাস্মদ মোস্তাফিজুর রহমান মামলটি পাটকেলঘাটা থানা থেকে জেলা গোয়েন্দা শাখার ওপর তদন্তভার হস্তান্তর করেন। মামলাটির দীর্ঘ পর্যবেক্ষন শেষে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ আরিজুল হত্যা মামলার অন্যতম আসামি আকরাম মোড়লকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ বাবলু রহমান খান আটকের বিষয়টি বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার (৩০ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে।