তালা প্রতিনিধি : তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী সময়ে আশ্রয়কেন্দ্রে নারীদের সামাজিক সুরক্ষা ও জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিষয়ে সরকারি কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বাস্থ্য, স্থানীয় সরকার, শিক্ষক, সাংবাদিক, সমমনা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে ধানদিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী সময়ে আশ্রয়কেন্দ্রে নারীদের সামাজিক সুরক্ষা ও জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিষয়ে এডভোকেসি সভায় ধানদিয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূর্নবাসন অফিসার মোঃ আ. বাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো. কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরার শ্যামল কুমার বিশ্বাস। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও এডভোকেসি সভার প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ)। এসময় আরো বক্তব্য রাখেন বৈশাখী সুলতানা, ঐক্য যুব সংঘের সদস্য ঐশী সরদার, মানিকহার যুব সংঘের সদস্য শান্তা পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ার গ্রুপ ফেলো রিচার্ড হালদার ও বৈশাখী সুলতানা।