তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালায় দেয়াল চাপা পড়ে দুই ভাই হতাহত হয়েছেন। এরমধ্যে শাহাবুদ্দীন সানা (৪৫) মারা গেছেন এবং গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই চা ব্যবসায়ী আছির সানা (৩৭)। তারা উপজেলার বাগমারা গ্রামের মৃতঃ ছাদেক সানার পুত্র। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামে উক্ত ঘটনা ঘটে। তাদের হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
নিহতের স্বজনরা জানান, শাহাবুদ্দিন সানার ছোট ভাই কারিমুল সানা ইট দিযে ঘর তৈরী করার জন্য বাড়িতে পূর্বের কাচা ঘর (মাটির দেয়াল) ভাঙ্গার জন্য তার অন্য দুই ভাইকে কে কাজে নেয়। কাজ করার সময় হঠাৎ মাটির দেয়ালের নিচে চাপা পড়ে তারা। এ সময় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই মারা যান শাহাবুদ্দীন সানা। অপরভাই আছির সানা গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে।
তালার খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় দেয়াল চাপা পড়ে দুই ভাই হতাহত

Leave a comment