তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: ৪ ফেব্রুয়ারি (রবিবার) সকালে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীনের সঞ্চালনায় নতুন কারিকুলাম, স্মার্ট বাংলাদেশ ও মাতৃভাষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নতুন কারিকুলাম সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিতকরণ ও বাস্তবায়নে করণীয়, স্মার্ট বাংলাদেশ কীভাবে গড়ে তুলতে হবে, মাতৃভাষার ব্যবহার বিষয়গুলি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সামনে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতেই হবে। বিশ্বমানের এই কারিকুলাম আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম দেশপ্রেমিক, দক্ষ, বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলবে। সেমিনারে শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরে। তারা নেতিবাচক প্রচারে কান না দিতে সবাইকে অনুরোধ করেন। শিক্ষার্থীদের মধ্যে নতুন কারিকুলাম নিয়ে উচ্ছ্বাস দেখা যায়। সেমিনারে আরও বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক গোলদার মিজানুর রহমান, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী, কুমারেশ বসু, সমাজসেবক দিপায়ন মণ্ডল, আসিফ, প্রধান শিক্ষক শঙ্কর কুমার।
সঞ্চালক গাজী মোমিন উদ্দীন এই সেমিনারের মূল উদ্যোক্তা। তার সামাজিক সংগঠন বাংলাদেশ বেতার কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব, সাতক্ষীরার আয়োজনে এই সেমিনার আরও অর্ধশত মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। তার উদ্দেশ্য নতুন কারিকুলাম বিস্তরণ ঘটাতে স্কুলে স্কুলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে হবে, কেন এই কারিকুলাম সেটি বোঝাতে হবে।
সব শেষে বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেমিনারট সফল পরিচালনায় সহায়তা করেছেন বিদ্যালয়ের সেলিম হোসেন, শরীফুল ইসলাম ও বাপ্পীসহ অন্যান্যরা।