
তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবাসমূহ তুলে ধরেন এবং এসব সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান।