তালা প্রতিনিধি : তালায় মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত বিএমজেড-পিটি প্রকল্পের উপকারভোগীদের মাঝে অর্থ ও আয় বর্ধনমূলক উপকরণ বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) মুক্তি ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ে পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনপুট বিতরণ করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। দ্বিতীয় পর্বে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকরণ বিতরন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। অনুষ্ঠানে শপিং ব্যাগ তৈরি ও বাজারজাতকরণের জন্য ৬৭জন উপকারভোগীর সকলকে একটি করে সিঙ্গার পেডাল সেলাই মেশিন ও সাথে মেশিনের কভার, টেপ, কাঁচি ও কাঠের স্কেল সহ মোট ১০হাজার ৪৩৪টাকার ইনপুট সহায়তা প্রদান করা হয়। এছাড়া মাদুর বুননের জন্য ইনপুট হিসেবে ২৪জন উপকারভোগীকে কটন কর্ড বা ফেটিসুতা প্রতিজনকে ১০কেজি করে ৩ হাজার ৯১০টাকার সুতা ও অন্যান্য কাঁচামাল এবং যন্ত্রাংশ কেনার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিজনকে ১২হাজার ৭৯০টাকা হিসেবে সর্বমোট ১৬হাজার ৭০০ টাকার সহায়তা প্রদান করা হয়। মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন মোল্যার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তি ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী জোসেফ মন্ডল ও কর্মসূচি কর্মকর্তা সুনন্দা ভদ্র, প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, রনময় কান্তি দাশ, রাজিব কুমার দাশ, সদয় কুমার দাশ এবং উপকারভোগীদের মধ্যে রেশমা খাতুন ও অঞ্জলী দাশ প্রমুখ বক্তব্য রাখেন।