
তালা প্রতিনিধি : সোমবার (২৫ নভেম্বর) সকালে তালা উপজেলার গোনালী মালপাড়ায় নারীর প্রতি সহিংসতা দূরীকরণে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভুমিজ ফাউন্ডশনের আয়োজনে এবং নেট টু রাইট ও সোয়ালোজ ইন ডেনমার্কের সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিটিজেন কমিটির সদস্য টুম্পা বিশ্বাস, নারী নেত্রী চায়না সরকার,তপতি বিশ্বাস,সপ্না বিশ^াস,তারেক সরকার, ভুমিজ ফাউন্ডশনের প্রজেক্ট ম্যানেজার মহাদেব দাস প্রমুখ। উক্ত মানববন্ধনে দু’শবাধিক লোক উপস্থিত ছিলেন।