
তালা প্রতিনিধি : তালায় পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপ-শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তহমিনা সুলতানা নীলা, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ^াস, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা শহীদ আলী আহমদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, আওয়ামী লীগনেতা সৈয়দ জুনায়েদ আকবর, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।