তালা প্রতিনিধি : তালায় ক্লাইমেট এন্ড ডিজেস্টার রিস্ক ফাইন্যান্স এন্ড ইনসুরেন্স (সিডিআরএফআই) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) ইসলামকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে অ্যাওসেড (এ্যান অর্গানাইজেশন ফর সোসিও ইকোনোমিক ডেভলপমেন্ট) ও কেয়ার বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ম্যানেজার হেলেনা খাতুন। প্রধান অতিথি ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন ইসলামকাটি পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীস মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোমিনুর ইসলাম,ইউপি সচিব মোঃ শহীদুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য কৃষক প্রতিনিধি, জেলে প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক মন্ডলী।