তালা প্রতিনিধি : তালা উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামে ভোগদখলীয় পৈত্রিক বসতভিটার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বেধড়ক মারপিট ও হামলার ঘটনায় ৩জন আহত হয়েছেন। বৃহম্পতিবার (১১ নভেম্বর) সকালে এ মারপিট ও হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন তালার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত তফেজ উদ্দীনের ছেলে সাইদুল ইসলাম (৩৭), মৃত তফেজ উদ্দীনের স্ত্রী রশিদা বিবি (৫২) ও সাইদুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৩৫)।
ঘটনার বিবরণে জানা যায়, সাইদুল ইসলাম ও সোহরাব মোড়লের ভাগদখলীয় পৈত্রিক জমি বেদখল করা উদ্দেশ্যকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসেবে পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের মৃত তমেজ উদ্দীনের ছেলে খলিল মোড়ল, সাজ্জাদ মোড়ল, আমজেদ মোড়ল, খলিল মোড়লের ছেলে খারিজুল মোড়ল , সাজ্জাদ মোড়লের ছেলে আরিফুল মোড়ল, মৃত শরিতুল্লাহ মোড়লের ছেলে হাশেম মোড়ল আকষ্মিকভাবে হয়ে হামলা ও বেধড়ক মারপিট করাসহ নির্মিত গোয়াল ঘর ভাংচুর করে। পরে আহতদের ডাক চিৎকারের স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে স্থান পরিত্যাগ করেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত অন্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালায় প্রতিপক্ষের হামলায় আহত ৩
Leave a comment