তালা প্রতিনিধি : তালা উপজেলা খলিষখালী ইউনিয়নের গাছা দুর্গাপুর গ্রামে বিদ্যুৎস্পর্শে নবদ্বীপ মন্ডল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে গাছা দুর্গাপুর গ্রামের রামপদ মন্ডলের পুত্র। শুক্রবার (১৬ আগষ্ট) বিকালে নবদ্বীপ মন্ডল তাদের পুকুরে বিদ্যুতের লাইন দেওয়ার জন্য তার লাগানো অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নবদ্বীপ মন্ডল পিতা-মাতার একমাত্র সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।