
তালা প্রতিনিধি : পূর্ব শুত্রুতার জের ধরে তালা উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি শেখ আবু দাউদের উপর হামলা ও তার নামে আদালতে মামলা করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আহবানে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী। ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রেজাউল ইসলাম রেজা, স্বপন, আশিক ইকবাল বাপ্পি, আলমগীর হোসেন, ইউসুফ আলী, সুজাউদ্দীন, হোসেন আলী, আব্দুল গফফার সরদার, গৌর দত্ত প্রমুখ। সভায় উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি দাউদের নামে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে মামলা প্রত্যাহার করে দাউদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।