তালা প্রতিনিধি : বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের আহবানে সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের তেমন কোন প্রভাব পড়েনি সাতক্ষীরার তালা উপজেলায়। সকাল থেকে মাঠে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বিএনপি জামায়াতসহ হরতাল আহবানকারী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেখা মেলেনি। সকাল থেকে উপ-শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা সমবেত হয়। পরে আওয়ামী লীগ নেতা কর্মীদের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিণ করে। এ সময় তিনরাস্তার মোড়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আব্দুর রশিদের সভাপতিত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় সভায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি মিলন রায়, সাবেক সভাপতি শেখ সাদী প্রমুখ।