তালা প্রতিনিধি : তালা উপজেলার শাহাপুর সিরাজউদ্দিন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের জন্য ধর্মীয় ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব এবং শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে এবং ইন্টারঅ্যাক্ট এর অর্থায়নে, এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশের সঞ্চালনায় প্রশিক্ষণের বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমান, মসজিদের ইমাম মোহাম্মদ সাইফুল্লাহ, সাংবাদিক জুলফিকার রায়হান, শেখ ইমরান হোসেন প্রমুখ। এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার বিউটি বিশ্বাস, উন্নয়নের সাথীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।