তালা প্রতিনিধি : উপজেলা পরিষদ ভবন নির্মাণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে লাঞ্চিত ও পরে ইউএনও কর্তৃক জেল জরিমানার প্রতিবাদে তালায় পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, তালা উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি এমএ ফয়সাল, মোস্তাফিজুর রহমান রেন্টু, হাফিজুর রহমান প্রমুখ। মানববন্ধন থেকে অবিলম্বে তালার ইউএনও কে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় ইউএনও অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয় । অপরদিকে গতকাল বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ ফয়সালের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান রেন্টু র পরিচালনায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, গাজী সুলতান আহমেদ, সেলিম হায়দার, জাহাঙ্গীর হোসেন, আরিফুল হক ভুলু, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান রাজু, শেখ ইমরান হোসেন, কে এম শাহিনুর রহমান, আরিজুল ইসলাম, তরিকুল ইসলাম, খলিলুর রহমান লিথু, গনেষ রায় সুমন প্রমুখ। সাংবাদিকরা তুচ্ছ ঘটনায় সাংবাদিককে জেল জরিমানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।