তালা প্রতিনিধি : তালা উপজেলার ৭টি যুব ক্লাব’র প্রতিনিধিদের অংশগ্রহনে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিতের আয়োজনে রোববার (১৭ নভেম্বর) তালা প্রাণিসম্পদ অফিসের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালি’র সহযোগিতায় এবং লেটারেসি প্রকল্পের অধিনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মর্কা আশুতোষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়। সভায় বিষয় ভিত্তিক মূলতথ্য উপস্থাপন করেন, দলিতের প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাশ। সংস্থার স্পন্সরশীপ কর্মকর্তা অঞ্জনা দাসের সঞ্চালনায় যুব ক্লাব প্রতিনিধিদের মধ্যে শান্ত দাশ, আনন্দন দাশ, পরিমল সরকার, লিপিকা দাশ ও প্রান্তর দাশ প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে ৭টি যুব ক্লাবে দলিত’র পক্ষ থেকে আসবাবপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, বেসরকারি সংস্থা দলিত’র পরিচালিত তালা উপজেলার ৯টি যুব ক্লাবের মাধ্যমে যুব সমাজকে কর্মমূখী করা, বৈষম্য দূরিকরন, বাল্য বিবাহ প্রতিরোধ, স্বেচ্ছাশ্রমে এলাকার উন্নয়ন, প্রাকৃতিক দূর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা সহ নানাবিধ সামাজিক কর্মসূচী বাস্তবায়িত হয়।
তালায় যুব ক্লাব সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত
Leave a comment