
তালা প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সুজিত মজুমদারের সভাপতিত্বে বারাত, মনোহরপুর, খরাইল, ভবানীপুর, উত্তর ঘোনা গ্রামের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সমীর কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, দেবাশীষ কুমার দাশ, দেবেন্দ্রনাথ সাহা, বিশ্বজিৎ নন্দী, মুকুন্দ মন্ডল, নারায়ণ চন্দ্র মজুমদার, অসীম কুমার দাশ প্রমুখ।