তালা প্রতিনিধি : তালায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) বিকালে তালা আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাস্টার আমিনুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার জামায়াতের নমিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্র নির্বাচন বিষয়ক সচিব অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী,সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল গাফফার, খুলনা বিএল কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, জেলা শুরা সদস্য ডাক্তার আফতাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।