তালা প্রতিনিধি : তালায় শ্রীকৃঞ্চের ৫২৪৯ তম জম্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা শ্রীকৃঞ্চের জম্মজয়ন্তী উদযাপন পরিষদ ও গোপালপুর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি শোভাযাত্রা আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোমিনুল ইসলাম-পিপিএম, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহাসীন হোসেন, অধ্যক্ষ বিধান সাধু প্রমুখ। এ সময় হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।