তালা প্রতিনিধি : তালা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষিকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষ পদক কমিটি সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা পদক-২৩’ এ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। শ্রেষ্ঠ নির্বাচন বাছাই কমিটির সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
এতে উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ৫৪ নং কৃষ্ণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ৫২নং মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চামেলী রানী কর, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ৯৩ নং হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম সরদার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ৯২ নং জেয়ালা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পলি রানী ঘোষ, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন ৩৩নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এস.এম.সি নির্বাচিত হয়েছেন হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপন কুমার মিত্র, শ্রেষ্ঠ সহকারী উপজেলা/থানা শিক্ষ অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপজেলা শিক্ষ অফিসার অসীম কুমার সরকার।
তালায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ ৭ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন
Leave a comment