তালা প্রতিনিধি : বুধবার (১১ অক্টোবর) সকালে সাতক্ষরার জেলার তালা উপজেলার তালা ব্রিজ-বারুইপাড়া সড়ক (চেই: ০০-১৬৭৫মিঃ) ও মাগুরা ইউনিয়নের আমিনুর শেখের বাড়ি থেকে চাঁদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) কর্তক বাস্তবায়নাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, ঠিকাদার কল্যান বসু প্রমুখ।
উল্লেখ্য, উক্ত সড়কের উন্নয়ন কাজ শেষ হলে এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবার পাশাপাশি অত্র এলাকার মানুষের ব্যবসায়িক প্রসারসহ কৃষিজাত পণ্য অতিসহজেই বাজারজাত করতে পারবে বলে এলাকাবাসী আশাবাদী।
তালায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
Leave a comment