তালা প্রতিনিধি : মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। বিএমজেড-পিটি ও ম্যালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াস, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, সাংবাদিক হাজী জাহিদুর রহমান ও বিএম জুলফিকার রায়হান প্রমুখ। কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে চিহ্নিত সমস্যা সমূহ ও সমস্যা সমাধানের সম্ভাবনা পরিকল্পনা উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের বিএমজেড-পিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মহিউদ্দিন। এ সময় সরকারী দপ্তরের কর্মকর্তা ছাড়াও তালা উপজেলার খলিলনগর, খলিষখালী, খেশরা ও তালা সদর ইউনিয়নের জনপ্রতিনিধি, উপকারভোগীসহ শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।